কবিতায় মধুমিতা রায় চৌধুরী মিত্র
=========================
শহর এখন, নির্বাক যান্ত্রিক সৌন্দর্য আকার নিয়েছে।
মেকি আলোর দীপ্তিতে,
রাত দিনের ফারাকও কমেছে।
দুর্বোধ্য আজ সব মুখগুলি,
মুখোশের আড়াল নিয়েছে প্রিয় মানুষজন।
চেনাদের সব ঠেলে দিয়ে দূরে,
অচেনারা আজ হাতের মুঠোয়।
নিখোঁজ হয়েছে দয়ালু চোখ,
তাই দারিদ্র আজ ভীষণ বৃহৎ।
রোদের সাথে বেড়েছে ছায়ার মাপ,
উদার মানবিক হৃদয়ে, কমছে প্রাত্যহিক তাপ।
বৃহন্নলাদেরও নগ্ন হয়েছে যোনি,
মৃতপ্রায় ফুল বিক্রির রব তোলে ক্ষুধার্ত পথ কিশোর কিশোরীর দল।
রং মাখা পতিতাদের লজ্জার দাম চড়ছে রোজ।
রাতজাগা রাজপথে গতিশীল জনস্রোত,
রাজকীয় আবদারে চলেছে কামুক শ্রেণীর, নারীর খোঁজ।
আজ আমার শহর ক্লান্ত ভীষণ।
আজ আমার শহর শূন্য দারুন।
তবে চলে আজও বেঁচে থাকার দলীয় আন্দোলন।
ইট, বালি, কংক্রিট-- কিনেছে সবুজের শহরকে।
এখন ওলিতে গলিতে কেবল খুঁজি আমার শহরের ইতিহাসের কদর।
=========================
শহর এখন, নির্বাক যান্ত্রিক সৌন্দর্য আকার নিয়েছে।
মেকি আলোর দীপ্তিতে,
রাত দিনের ফারাকও কমেছে।
দুর্বোধ্য আজ সব মুখগুলি,
মুখোশের আড়াল নিয়েছে প্রিয় মানুষজন।
চেনাদের সব ঠেলে দিয়ে দূরে,
অচেনারা আজ হাতের মুঠোয়।
নিখোঁজ হয়েছে দয়ালু চোখ,
তাই দারিদ্র আজ ভীষণ বৃহৎ।
রোদের সাথে বেড়েছে ছায়ার মাপ,
উদার মানবিক হৃদয়ে, কমছে প্রাত্যহিক তাপ।
বৃহন্নলাদেরও নগ্ন হয়েছে যোনি,
মৃতপ্রায় ফুল বিক্রির রব তোলে ক্ষুধার্ত পথ কিশোর কিশোরীর দল।
রং মাখা পতিতাদের লজ্জার দাম চড়ছে রোজ।
রাতজাগা রাজপথে গতিশীল জনস্রোত,
রাজকীয় আবদারে চলেছে কামুক শ্রেণীর, নারীর খোঁজ।
আজ আমার শহর ক্লান্ত ভীষণ।
আজ আমার শহর শূন্য দারুন।
তবে চলে আজও বেঁচে থাকার দলীয় আন্দোলন।
ইট, বালি, কংক্রিট-- কিনেছে সবুজের শহরকে।
এখন ওলিতে গলিতে কেবল খুঁজি আমার শহরের ইতিহাসের কদর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন