কবিতায় ভাস্কর পাল
================
একবার ডেকে নিলে
আর ফেরানো যায় না।
যেমন ফেরানো যায়নি পশুপাত।
একটু একটু করে স্বেদ জমে জমে
নেমে আসে ঘাম কপাল থেকে।
দৌড়ে নামে ভাগ্যরেখা থেকে
ভালোবাসার জীবন থেকে
গড়িয়ে যায় পান্তাভাত শিরোনামহীন
ভুক্তাবশেষের ধার ঘেঁসে
টুপ টুপ করে ঝরে পড়ে রাজপথে।
আমার এ লড়াই পুরোটাই একমুখী
সূর্য আর ঈশ্বরের জন্য বয়ে আনা
ক্ষুধা আর তৃষ্ণা অবিরল ঘুরতে ঘুরতে
নিখুঁত বৃত্ত হয়ে যার পরিধি জুড়ে
উঠে আসছে পূর্ণিমা চাঁদের দীপ্যমান সজীবতা
যেখানে শব্দদের গতি রুদ্ধ হয়েছে
অব্যবহৃত শব্দেরা, নতজানু
আমি পুড়ছি তীব্র বাক্যবাণে।
পলাশকে প্রচ্ছদ করেছে যে যুবক
নৈঃশব্দের চতুর্থ মাইলফলকে পৌঁছে
সাতটি রঙের ভেতর আলোর পৃথিবী ধরে রেখেও
চাঁদ আর নক্ষত্রের আপেক্ষিক অবস্থান
শুধু একটি ছোট বৃত্ত মাত্র।
================
একবার ডেকে নিলে
আর ফেরানো যায় না।
যেমন ফেরানো যায়নি পশুপাত।
একটু একটু করে স্বেদ জমে জমে
নেমে আসে ঘাম কপাল থেকে।
দৌড়ে নামে ভাগ্যরেখা থেকে
ভালোবাসার জীবন থেকে
গড়িয়ে যায় পান্তাভাত শিরোনামহীন
ভুক্তাবশেষের ধার ঘেঁসে
টুপ টুপ করে ঝরে পড়ে রাজপথে।
আমার এ লড়াই পুরোটাই একমুখী
সূর্য আর ঈশ্বরের জন্য বয়ে আনা
ক্ষুধা আর তৃষ্ণা অবিরল ঘুরতে ঘুরতে
নিখুঁত বৃত্ত হয়ে যার পরিধি জুড়ে
উঠে আসছে পূর্ণিমা চাঁদের দীপ্যমান সজীবতা
যেখানে শব্দদের গতি রুদ্ধ হয়েছে
অব্যবহৃত শব্দেরা, নতজানু
আমি পুড়ছি তীব্র বাক্যবাণে।
পলাশকে প্রচ্ছদ করেছে যে যুবক
নৈঃশব্দের চতুর্থ মাইলফলকে পৌঁছে
সাতটি রঙের ভেতর আলোর পৃথিবী ধরে রেখেও
চাঁদ আর নক্ষত্রের আপেক্ষিক অবস্থান
শুধু একটি ছোট বৃত্ত মাত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন