অণুগল্পে অশোক রায়
=================
পথ চলতে গেলে পায়ে ধুলো-কাঁকর লাগে। উঁচু-নিচু রাস্তায় ঠোকর খাই। ব্যথা পাই। তবু পথচলা কি থামে কখনো! জীবনও একটা পথ। প্রতীকী সোনা, রূপো, হীরে বিছানো সে পথের মাঝে। খুঁড়ে-খুঁজে নিতে হয়, চিনে নিতে হয়। আবার কখনো হাতের আংটি কানের দুল অর্থ হারিয়ে যায় পথের ধুলোয়। সবুজ কাঞ্চনা থেকে ধুসর পাথর।
কখনো মাটিতে গাঁথা ভাঙা কাঁচের টুকরো। পা কেটে রক্ত বেরোয়। কাছাকাছি ডিস্পেনসারিতে গিয়ে ওষুধ-ব্যান্ডেজ লাগিয়ে আবার গন্তব্যের উদ্দেশে পা বাড়াই। জীবন থামে না। আমিও না। আমি যেন এক পথচলতি গাছ। চলতে চলতে ক্রমশ বেড়ে উঠেছি। অন্যচিত্রে পথের দুধারে বিচিত্র গাছেদেরও চারা থেকে মহীরূহ হতে দেখেছি।
হারানো দিনগুলি ফিরে আসে না। রঙিন ফুলে সাজানো অনাবিল আনন্দের ছেলেবেলা এখন এ্যালবাম। যৌবন গোলাপ – গন্ধ আছে সঙ্গে কাঁটা। তারপর শরীরে ও মনে বার্ধক্যের ফিসফিসানি। আমাদের লাগানো আমগাছদুটো আজ কত বড় কত ছায়া মেলে ধরেছে নীল-সবুজের মাঝে। গর্ব হয়। এরা আমার লড়াইয়ের ফল। যেমন আমার বুক ফুলিয়ে পথচলা। বছরের পর বছর ক্লাসের ছেলেগুলোকে শিখিয়েছি এক হও। হও সত্যের পথে নির্ভীক। এটাই আমার লড়াই, ওরাই আমার বড়াই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন