কবিতায় শুভশ্রী নায়েক
================
হাতের তালুতে অশনিরেখা
চোখের তারায় আগুন-
শতাব্দী ধরে ফুঁসছে পাঁজর
ছাই চাপা পড়ে ফাগুন।
জনগণ ভাসে মত্ত আবেশে
ব্যালটের মিছে ঊষ্মায়-
আব্দারি হাতে সমাজ সেবার
প্রতিশ্রুতির বর্গায়।
করেছির সূচী মস্ত পাঠের
না করা গুলো ওসপার-
নীতির শিরায় ঘুন ধরে গেছে
কালো চশমায় কারবার।
হাত যদি তোলো, একবার তবে
তর্জনী মাটি দর্শাক-
আমাদের দাবী, একথা ভুলে
জয় হোক, বাণী বরষাক।
সেলামির সুরে তোষামোদি চাই
টেবিলের নিচে ফুল,ফল -
আজন্ম ধুঁকে হাঁসফাঁস করো
দলে বললেই নির্মল।
তামাম দুনিয়া চলছে ত্রাসে
কলমের গতি বানচাল
মুখ খুললেই, আপোষের সুরে
কাটবে ধরার সুর-তাল।
যাকিছু পেয়েছি, আগে পাইনিকো
যদি বা বলতে পারো-
মস্ত মুকুট পরার সুযোগ
থাকতে পারে তা জেনো।
অশনির রেখা, আগুনে প্রতাপ,
হাতের তালুতে লুকোয়-
অত্যাচারীর কপিরাইটে
লড়াই দমন বিকোয়॥
================
হাতের তালুতে অশনিরেখা
চোখের তারায় আগুন-
শতাব্দী ধরে ফুঁসছে পাঁজর
ছাই চাপা পড়ে ফাগুন।
জনগণ ভাসে মত্ত আবেশে
ব্যালটের মিছে ঊষ্মায়-
আব্দারি হাতে সমাজ সেবার
প্রতিশ্রুতির বর্গায়।
করেছির সূচী মস্ত পাঠের
না করা গুলো ওসপার-
নীতির শিরায় ঘুন ধরে গেছে
কালো চশমায় কারবার।
হাত যদি তোলো, একবার তবে
তর্জনী মাটি দর্শাক-
আমাদের দাবী, একথা ভুলে
জয় হোক, বাণী বরষাক।
সেলামির সুরে তোষামোদি চাই
টেবিলের নিচে ফুল,ফল -
আজন্ম ধুঁকে হাঁসফাঁস করো
দলে বললেই নির্মল।
তামাম দুনিয়া চলছে ত্রাসে
কলমের গতি বানচাল
মুখ খুললেই, আপোষের সুরে
কাটবে ধরার সুর-তাল।
যাকিছু পেয়েছি, আগে পাইনিকো
যদি বা বলতে পারো-
মস্ত মুকুট পরার সুযোগ
থাকতে পারে তা জেনো।
অশনির রেখা, আগুনে প্রতাপ,
হাতের তালুতে লুকোয়-
অত্যাচারীর কপিরাইটে
লড়াই দমন বিকোয়॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন