কবিতায় বদরুদ্দোজা শেখু
==================
এখন দুঃসময় ব্যতিব্যস্ত আছি
নথিপত্র খুঁজে পেতে হন্যে কানামাছি ,
কে জানতো জন্মদেশে নাগরিক কিনা
প্রমাণ করতে হবে নিজেকেই বিনা
অপরাধে ? নির্বিবাদে সংখ্যাগুরু চাপ
আইনের প্যাঁচে ফেলে বাড়ায় উত্তাপ !
হতমান দেশ জুড়ে গুমোট বিকার
ছায়ার ভিতর ঘুরে গূঢ় অন্ধকার
বাড়িঘরে লেগে আছে আশঙ্কার জ্বর
দস্যুরা কি লুটে খাবে ভিটেমাটিঘর !
ঘুণপোকা রাজনীতি জাতের জুজুতে,
অসম লড়াই চলে শকুন ঘুঘুতে !!
==================
এখন দুঃসময় ব্যতিব্যস্ত আছি
নথিপত্র খুঁজে পেতে হন্যে কানামাছি ,
কে জানতো জন্মদেশে নাগরিক কিনা
প্রমাণ করতে হবে নিজেকেই বিনা
অপরাধে ? নির্বিবাদে সংখ্যাগুরু চাপ
আইনের প্যাঁচে ফেলে বাড়ায় উত্তাপ !
হতমান দেশ জুড়ে গুমোট বিকার
ছায়ার ভিতর ঘুরে গূঢ় অন্ধকার
বাড়িঘরে লেগে আছে আশঙ্কার জ্বর
দস্যুরা কি লুটে খাবে ভিটেমাটিঘর !
ঘুণপোকা রাজনীতি জাতের জুজুতে,
অসম লড়াই চলে শকুন ঘুঘুতে !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন