কবিতায় ক্ষুদিরাম নস্কর
=================
দেখা হবে, লড়াইয়ের ময়দানে।
উত্থিত হাত, ঝান্ডা, আর স্লোগানে।
করিনা ভয়, ব্যারিকেড ,জলকামান।
সঙ্গে আছে এন্টনি ও আমান।
শাসক যত হবেন স্বৈরাচারী।
প্রতিবাদীর দলও হবে ভারি।
আওয়াজ তত উঠবে আরো জোরে-
ছিনিয়ে নেব অধিকার জোর করে।
কত ওরা মারবে রুলের বাড়ি?
রাখবে কোথায়? ভরবে কত গাড়ি?
দাবি আমরা পৌঁছাব ঠিক কানে ।
এক বিন্দু রক্ত থাকলে প্রাণে।
সবার শেষে পথেই হবে দেখা,
জীবনটা নয় সোজা সরল রেখা।
খুঁজবে তুমি আমি ঠিক কোনখানে,
তখনো বন্ধু, লড়াইয়ের ময়দানে।
=================
দেখা হবে, লড়াইয়ের ময়দানে।
উত্থিত হাত, ঝান্ডা, আর স্লোগানে।
করিনা ভয়, ব্যারিকেড ,জলকামান।
সঙ্গে আছে এন্টনি ও আমান।
শাসক যত হবেন স্বৈরাচারী।
প্রতিবাদীর দলও হবে ভারি।
আওয়াজ তত উঠবে আরো জোরে-
ছিনিয়ে নেব অধিকার জোর করে।
কত ওরা মারবে রুলের বাড়ি?
রাখবে কোথায়? ভরবে কত গাড়ি?
দাবি আমরা পৌঁছাব ঠিক কানে ।
এক বিন্দু রক্ত থাকলে প্রাণে।
সবার শেষে পথেই হবে দেখা,
জীবনটা নয় সোজা সরল রেখা।
খুঁজবে তুমি আমি ঠিক কোনখানে,
তখনো বন্ধু, লড়াইয়ের ময়দানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন