অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

চিরকালীন যুদ্ধ


কবিতায় নাসির ওয়াদেন
==================



শৈত্যের সাথে অনির্বাণ যুদ্ধ অ-শৈত্যের
নিয়ত মৃদু আঁচে সেঁকে নিই হাত
হাত গুটিয়ে বসে থেকে মরচে ধরছে ভাতে
একটা মোক্ষম উষ্ণতা চাই , চাই বরাত


কাজ করতে হলে যুদ্ধ করতেই হয়
দুমুঠো আহার জোটে কত না যুদ্ধ ঘটে
উন্মুক্ত আকাশে উড়ন্ত বাতাসের ছাদ
হাওয়াদের যুদ্ধ চলে সকাল সন্ধ্যাতে

যুদ্ধ শেখায় শেকল ভাঙতে ,মৃতজীবী গান
ভালবাসতে শেখারও সরল সূত্র আছে
একটা যুদ্ধ পরিণতির, চিরকালীন ম্রিয়মাণ
আলোকে অন্ধকারে লড়াই করে তারা বাঁচে

যারা শহীদ মাটির জন্য, মরার জন্য নগন্য

অতিমারীর জন্যও যুদ্ধ করতে হচ্ছে
এ যুদ্ধ মানবতা ধ্বংসকারীর বিরুদ্ধে
অভিমানী ভালবাসার
ঠিক ততটাই বিশ্ব অস্তিত্ব রক্ষার তাগিদে
যুদ্ধের কৌশল আগেভাগে শিখতে হবে,
উদার অরণ্য

যুদ্ধটা চলছে সমাসম দ্বন্দ্বের সাথে ,দ্যুতির সাথে
চিরকালীন যুদ্ধই শেখায় আমাদের বাঁচতে,অস্তিত্বে





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন