কবিতায় অভিষেক ঘোষ
==================
গুটিকত অ্যামিবার সাথে,
পিপে পিপে মদ খেয়ে চুর হয়ে মাঝরাতে,
খানকত পক্ষীরাজ গিয়েছিল চলে –
ঘর-বাড়ি ফেলে, কাউকে না বলে !
ফুটপাথে সাড়া নেই, চাঁদ নেই আলো নেই ;
জারে ভরে রাখা ছিল শিশুদের চাহিদা,
তাতে কারো কোনো ক্ষতি নেই !
ভরে গেল অ্যাকোয়ারিয়াম্ ,
ঝাঁকে ঝাঁকে মাছ , পেড়ে গেল ডিম অবিরাম ।
দোমড়ানো পেটগুলো সোজা করে নিতে,
সমবেত হুংকারে কান না পেতে,
পেট-পুরে সেরেছিল ভোজ,
অসময়ে নোনাডাঙ্গা– জুড়ে,
মিলেছিল অফুরান্ ভাঁড়ারের খোঁজ ।
পিকনিকে জড়ো হওয়া কুকুরের ভিড়ে,
হাড়-বের করা কিছু গরীবেরা ধীরে,
এসেছিল, বসেছিল, খেয়েছিল –
‘সুশীলের’ করুণা-র ভাত ।
চোখে জল এসেছিল,
কোলে শিশু হেসেছিল –
দেখেছিল যযাতী-রা , কচি কচি
ক্ষয়ে যাওয়া, গুটি-কত দাঁত ।
অতটুকু সাধ, তাই তো লড়াই, এত প্রাণপাত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন