অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

কি সাহস!

 

 

কবিতায় সবিতা বিশ্বাস
================



কালীপদ সরেন—

অ্যাইজ্ঞাঁ বাবু –

বানেশ্বর মুর্মু—

বুল্যেন বাবু –

ভালো করে শোন, এই খাতায় তোদের নাম ধাম লিখে নিয়ে গেলাম

ভোট মিটলেই পাকা ঘর পাবি, কলের জল পাবি

আর মাঠে ঘাটে যাসনা

স্বচ্ছ ভারত আমাদের | ওতে দেশের মান যায় | বুঝলি?

কিন্তুক বাবু---

আবার কি হল?

ইখ্যন কুথাকে যাবো বাবু?

আহাম্মক, সেটা কি আমাকে বলে দিতে হবে?

যা বললাম, সেটা মনে রাখিস—

কাল বাদে পরশু খেলার মাঠে উড়োজাহাজ নামবে

সবাই যাবি | ভোট মিটলে ঘর পাবি | যত্ত সব মুখ্যুর দল |

অনেকক্ষণ ধরে ভোট বাবুদের কথা শুনছিল দুগ্গা, দুগ্গা সরেন

কোমরে কাপড় গুঁজে

কাটা গাছের গুঁড়ির পরে উঠে দাঁড়ালো,

ইবার হামদের কথাট্য শুন,

অ্যানেক শুইন্যেছ্যি তুদের কথা

ফাঁকা কথায় আর ভিজব্যেক লাই চিঁড়্যা

উটি হব্যেক লাই বাপ

মিল্যুক আগে ঘর

তব্যে দিব্য ছাপ



চন্দ্রকোনা রাজ্য সড়কের নীচে কালভার্টে থাকা

আদিবাসী মানুষগুলোর কি সাহস!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন