অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

একুশে ফেব্রুয়ারি

 

 

কবিতায় বাহাউদ্দিন সেখ
===================




আজ একুশে ফেব্রুয়ারি মাতৃ মমতার রক্তের মাখা দিন

বাঙালির ভাষা অগ্নি জ্বলন্ত বুকে কর্জ দেনা ঋণ।

একুশে ফেব্রুয়ারি সমুদ্রের উর্মির মহাতরঙ্গ শব্দকারী লাল রক্তের ঢেউ

নব্য দিন বাংলা ভাষার বুকে যুদ্ধ সংগ্রামে লড়াই করে কেউ।

একুশে ফেব্রুয়ারি মানে জামা লাল মায়ের কোল ভাই বোনের অঙ্গীকার ভরা বর্ষার রক্ত

আজ ময়দানে নেমেছে মাতৃভাষার কৃষ্ণচূড়ার বসন্ত ফুলের ভক্ত।

একুশে ফেব্রুয়ারি ধরিত্রির কুশল সুখ-সমৃদ্ধি হিত শ্রেষ্ঠ ভাষা

একুশে ফেব্রুয়ারি বিসর্জন দেওয়া ভাইয়ের অতিশয় আনন্দ আহ্লাদ গর্ভ ভালোবাসা।

একুশে ফেব্রুয়ারি মানে জ্বলন্ত আগুনে নাহি মৃত্যুর ভয়

একুশে ফেব্রুয়ারি মানে আমার বাংলা ভাষার জয়ধবনির জয়।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন