কবিতায় তমালী বন্দ্যোপাধ্যায়
=====================
লড়াইটা ঘুচে যাক্ জাতে-বজ্জাতে।
সব শিশু বাঁচে যেনো দুধে আর ভাতে।
ধর্ম জ্বালুক আলো প্রতি ঘরে ঘরে।
যত অধর্ম আছে যাক্ আজ মরে।
আমাদের দেখা হোক নতুন এক ভোরে।
পাপ আর পাপীতে ভরে গেছে দেশ।
লড়াইয়ে সব পাপ হোক নিঃশেষ।
আজকে ভুগছে যারা দুর্নীতি জ্বরে।
লড়াইয়ে সব যাক্ সোজা শ্রীঘরে।
আমাদের দেখা হোক নতুন এক ভোরে।
রাজনীতি নীতি হীন,শুধু নেতাগিরি।
আখের গোছানো এক দম্ভের সিঁড়ি।
কৃষকের, শ্রমিকের কাছে করজোড়ে,
"তোমরাই ভগবান" বলবো সজোরে।
আমাদের দেখা হোক নতুন এক ভোরে।
চালান,পাচার আর চুরি-জোচ্চুরি।
লড়াইয়ে কাটাকুটি, কেটে যাক্ ঘুড়ি।
লড়াইটা যেন সব একসাথে লড়ে।
চাকরীটা হাসি আনে বেকারের ঘরে।
আমাদের দেখা হোক নতুন এক ভোরে।
শিক্ষা, স্বাস্থ্য হোক খুব উন্নত।
হোক মাথা নীচু যারা বড় উদ্ধত।
লড়াইয়ে দেখো যেন রক্ত না ঝরে।
হাসি যেন খেলা করে সকলের ঘরে।
আমাদের দেখা হোক নতুন এক ভোরে।।
=====================
লড়াইটা ঘুচে যাক্ জাতে-বজ্জাতে।
সব শিশু বাঁচে যেনো দুধে আর ভাতে।
ধর্ম জ্বালুক আলো প্রতি ঘরে ঘরে।
যত অধর্ম আছে যাক্ আজ মরে।
আমাদের দেখা হোক নতুন এক ভোরে।
পাপ আর পাপীতে ভরে গেছে দেশ।
লড়াইয়ে সব পাপ হোক নিঃশেষ।
আজকে ভুগছে যারা দুর্নীতি জ্বরে।
লড়াইয়ে সব যাক্ সোজা শ্রীঘরে।
আমাদের দেখা হোক নতুন এক ভোরে।
রাজনীতি নীতি হীন,শুধু নেতাগিরি।
আখের গোছানো এক দম্ভের সিঁড়ি।
কৃষকের, শ্রমিকের কাছে করজোড়ে,
"তোমরাই ভগবান" বলবো সজোরে।
আমাদের দেখা হোক নতুন এক ভোরে।
চালান,পাচার আর চুরি-জোচ্চুরি।
লড়াইয়ে কাটাকুটি, কেটে যাক্ ঘুড়ি।
লড়াইটা যেন সব একসাথে লড়ে।
চাকরীটা হাসি আনে বেকারের ঘরে।
আমাদের দেখা হোক নতুন এক ভোরে।
শিক্ষা, স্বাস্থ্য হোক খুব উন্নত।
হোক মাথা নীচু যারা বড় উদ্ধত।
লড়াইয়ে দেখো যেন রক্ত না ঝরে।
হাসি যেন খেলা করে সকলের ঘরে।
আমাদের দেখা হোক নতুন এক ভোরে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন