অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১৫ মার্চ, ২০২১

যদি তোর ডাক শুনে কেউ না আসে"

 


কবিতায় দিবাকর মণ্ডল
================



বন্ধু, বন্ধুর পথ

পদে পদে ঝঞ্ঝা বিপদ

সমতার অভিযানে জীবনের জয়গান

সময় যে গাহিবার দৃপ্ত শপথ।



মরা ও আধমরা

মানুষের মিছিলভরা,

আলপথে রাজপথ জীবনের সহবত

সময় যে শিখিবার কঠিন শপথ।



ব‍্যারিকেট ব‍্যারিয়ার তৈরি

সামনে বা পিছনে কি বৈরি!

তাতে কীই বা এসে যায়, এঘোর অমানিশায়

আলোক দানের দায় বন্ধু যে তোমারই।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন