কবিতায় শ্রাবণী সিংহ
===============
যুদ্ধছাপ নেই তবু সংসার যেন কুরুক্ষেত্র!
যুদ্ধাপরাধীর ন্যায়
যাবজ্জীবন ছুটে যায় ঘাড়ে মৃত্যু পরোয়ানা নিয়ে... কারা?
যুদ্ধহীন কোনো শতাব্দীর শেষে
আত্মকেন্দ্রিক শূন্যতা
আত্মজৈবনিক পুড়িয়ে ফেলা বাদুড়
নিশ্চিত ফিরবে তারের দোলনায়
পলাশের নেশাও থাকবেই
বিপর্ণ বনে শেষ গাছটি পাতা ঝরানো মানে
বসন্ত আসবেই ঝুঁকি নিয়ে
প্রতিবার এসেও ফিরে যাবে
মৃত্যুবেশধারী বিষন্ন সেনেটরিয়ামে
যুদ্ধাপরাধীর ন্যায়
যাবজ্জীবন ছুটে যায় ঘাড়ে মৃত্যু পরোয়ানা নিয়ে... কারা?
যুদ্ধহীন কোনো শতাব্দীর শেষে
আত্মকেন্দ্রিক শূন্যতা
আত্মজৈবনিক পুড়িয়ে ফেলা বাদুড়
নিশ্চিত ফিরবে তারের দোলনায়
পলাশের নেশাও থাকবেই
বিপর্ণ বনে শেষ গাছটি পাতা ঝরানো মানে
বসন্ত আসবেই ঝুঁকি নিয়ে
প্রতিবার এসেও ফিরে যাবে
মৃত্যুবেশধারী বিষন্ন সেনেটরিয়ামে
চমৎকার লিখেছেন প্রিয় বন্ধু
উত্তরমুছুনখুব সুন্দর কবিতা