কবিতায় তপাশ্রী
============
পৃথিবীর জন্মলগ্ন থেকে প্রাণী আর মানুষে ছিলনা কোন তফাৎ।
বেঁচে থাকার তাগিদে শুরু হল কাজ যা সৃষ্ট করল কত না বর্ণ।
এই বর্ণ গড়ে তুলল নানান জাতি আর শুরু হল ভেদাভেদের লড়াই।
পরবতীর্তে যা রাজা মহারাজা থেকে সাম্রাজ্য ভাগাভাগীর রূপ নেয়।
ধর্ম সৃষ্টি কিছু স্বার্থান্বেষী মানুষ দ্বারা পরিচালিত
সমাজের অবক্ষয় এনে দেয়।
যুদ্ধ কখনো আবার শান্তির বার্তা এনেছে যা ইতিহাসসাক্ষী।
প্রকৃত ধর্ম হল মানুষের সেবা যা শেষ জীবনে দেখিয়েছে মহামতি অশোক।
সর্বধর্ম সমন্বয়ে গড়ে ছিলেন সম্রাট আকবর
যা সব লড়াই এর ঊর্দ্ধে।
যদিও রক্তের কোন জাত হয়না যা কেবল বাঁচাতে পারে প্রাণ।
তবে কেন এতো হানাহানি নির্মূল করো যত দাঙ্গা
গড়ে তোলো বিশুদ্ধ পৃথিবী।
এসো ধরো সবাই হাত আর বলো আমরা 'মানুষ'
এটাই হোক মহান পরিচয়।
আর কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিত্রতার আবদ্ধে
গড়ে তুলবো এক নতুন বিশ্ব।
প্রতিবাদের ভাষা গড়তে হবে নিরস্ত্র মনের আশা।।
============
পৃথিবীর জন্মলগ্ন থেকে প্রাণী আর মানুষে ছিলনা কোন তফাৎ।
বেঁচে থাকার তাগিদে শুরু হল কাজ যা সৃষ্ট করল কত না বর্ণ।
এই বর্ণ গড়ে তুলল নানান জাতি আর শুরু হল ভেদাভেদের লড়াই।
পরবতীর্তে যা রাজা মহারাজা থেকে সাম্রাজ্য ভাগাভাগীর রূপ নেয়।
ধর্ম সৃষ্টি কিছু স্বার্থান্বেষী মানুষ দ্বারা পরিচালিত
সমাজের অবক্ষয় এনে দেয়।
যুদ্ধ কখনো আবার শান্তির বার্তা এনেছে যা ইতিহাসসাক্ষী।
প্রকৃত ধর্ম হল মানুষের সেবা যা শেষ জীবনে দেখিয়েছে মহামতি অশোক।
সর্বধর্ম সমন্বয়ে গড়ে ছিলেন সম্রাট আকবর
যা সব লড়াই এর ঊর্দ্ধে।
যদিও রক্তের কোন জাত হয়না যা কেবল বাঁচাতে পারে প্রাণ।
তবে কেন এতো হানাহানি নির্মূল করো যত দাঙ্গা
গড়ে তোলো বিশুদ্ধ পৃথিবী।
এসো ধরো সবাই হাত আর বলো আমরা 'মানুষ'
এটাই হোক মহান পরিচয়।
আর কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিত্রতার আবদ্ধে
গড়ে তুলবো এক নতুন বিশ্ব।
প্রতিবাদের ভাষা গড়তে হবে নিরস্ত্র মনের আশা।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন