পাশেই আছি,,
============
জয়তী
============
এভাবে থাকতে দেবে?
কতগুলো সপ্তাহ, বছর মাস...
ছাতিটা ধুসর হবে, কয়েকটা ছিদ্র থাকবে,
ছিটকে আসবে পাতার উনুন থেকে আগুনের ফুলকি -
রাত্রি হলে তারা গুনবো দুজনায়..
তুমি বলবে তেত্রিশ আমি বলবো বত্রিশ -
টিংটিং সাইকেলে চেপে উড়ে যাবে ছিপছিপে মেঘ,
তন্বী নদী ঘুঙুর বাজিয়ে- লম্বা সারস ঠোঁট চুবিয়ে,
গল্প বলবে স্মৃতির বারান্দার...
হাঁটতে থাকবো পাশাপাশি...বাঁকে রেখে বনতুলসীর ঝাঁক, বনফুলের খোঁপায় গোজা জোনাকির নাম-
অনেক রাত্রি সেদিন...
যাবে পাহাড় টিলায়?
দূরে কোথাও লক্ষ প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে আছে সাঁঝবাতি,
আঁচল উড়িয়ে লাজুক মেঘ যাচ্ছে সরে সরে --
চোখে তার আলো নৃত্যরত...
আচমকা তুমি কানের পাশে এসে বলবে-
ভালোবাসি...
এমনভাবে বারোমাস....
সারাদিন, জীবনভর....
বলবে পাশে আছি... ভালোবাসি...
============
জয়তী
============
এভাবে থাকতে দেবে?
কতগুলো সপ্তাহ, বছর মাস...
ছাতিটা ধুসর হবে, কয়েকটা ছিদ্র থাকবে,
ছিটকে আসবে পাতার উনুন থেকে আগুনের ফুলকি -
রাত্রি হলে তারা গুনবো দুজনায়..
তুমি বলবে তেত্রিশ আমি বলবো বত্রিশ -
টিংটিং সাইকেলে চেপে উড়ে যাবে ছিপছিপে মেঘ,
তন্বী নদী ঘুঙুর বাজিয়ে- লম্বা সারস ঠোঁট চুবিয়ে,
গল্প বলবে স্মৃতির বারান্দার...
হাঁটতে থাকবো পাশাপাশি...বাঁকে রেখে বনতুলসীর ঝাঁক, বনফুলের খোঁপায় গোজা জোনাকির নাম-
অনেক রাত্রি সেদিন...
যাবে পাহাড় টিলায়?
দূরে কোথাও লক্ষ প্রদীপ জ্বেলে দাঁড়িয়ে আছে সাঁঝবাতি,
আঁচল উড়িয়ে লাজুক মেঘ যাচ্ছে সরে সরে --
চোখে তার আলো নৃত্যরত...
আচমকা তুমি কানের পাশে এসে বলবে-
ভালোবাসি...
এমনভাবে বারোমাস....
সারাদিন, জীবনভর....
বলবে পাশে আছি... ভালোবাসি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন