অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় অভিজিৎ


 

ফেরাও তরী
================
অভিজিৎ মান্না
================



ফেরাও তরী ফেরাও তরী

এ সুরে গেঁথে আছে স্বচ্ছ আকুতি l

গর্ভের মাঝে লুকিয়ে আছে যে শর্ত গুলি

সে হাহাকার শিশির পাতায় ঝড়ে পড়ুক

আমি নিয়মের বেদিতলে

সবুজ পাতার ঘ্রান নিতে চাইনা l

শুধু বিকালের পেলবতা নিয়ে

ইতিহাস ভুলবো ঝটাকা সফরে l







সবটুকু
================

সে উড়তে জানে না এখনো

শিখবে l শিমুলের ডালে খাবে দোল ।

প্রশ্নের ভিতরে যে শফৎ

তার কাটাকুটি শিখে যাবে একদিন ।

সে এখন সীমাহীন প্রতীক্ষা ।

চোখে দিঘল স্বপ্ন

স্রোতের অনুকূলে মায়াবী পাল ।

এভাবেই যেদিন ডুববে

চিনবে নিজেকে ।

মূল উপরে এনে বুঝবে

ভালোবাসার সেকাল এ কাল ।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন