ফেরাও তরী
================
অভিজিৎ মান্না
================
ফেরাও তরী ফেরাও তরী
এ সুরে গেঁথে আছে স্বচ্ছ আকুতি l
গর্ভের মাঝে লুকিয়ে আছে যে শর্ত গুলি
সে হাহাকার শিশির পাতায় ঝড়ে পড়ুক
আমি নিয়মের বেদিতলে
সবুজ পাতার ঘ্রান নিতে চাইনা l
শুধু বিকালের পেলবতা নিয়ে
ইতিহাস ভুলবো ঝটাকা সফরে l
================
অভিজিৎ মান্না
================
ফেরাও তরী ফেরাও তরী
এ সুরে গেঁথে আছে স্বচ্ছ আকুতি l
গর্ভের মাঝে লুকিয়ে আছে যে শর্ত গুলি
সে হাহাকার শিশির পাতায় ঝড়ে পড়ুক
আমি নিয়মের বেদিতলে
সবুজ পাতার ঘ্রান নিতে চাইনা l
শুধু বিকালের পেলবতা নিয়ে
ইতিহাস ভুলবো ঝটাকা সফরে l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন