হারিয়ে খুঁজি
==================
শ্রী চন্দন গঙ্গোপাধ্যায়।
==================
তুমি এখনও কি ভাবো,তেমন করে,
আমায় নিয়ে।
তুমি কি এখনও তেমনই আছো,
ঠিক যেমনটা ছিলে আগে।
কেন যে সম্পর্ক গড়ে ওঠে ,
কেন যে বাঁধা পড়ে মন, মনের টানে,
মায়ায় মায়ায় মন ভেসে যায়,
বিরহ ব্যথা,ব্যথা দেয় বড় মনে।
হয়তো,তুমি বদলে গেছো, দূর দেশেতে,
হয়তো,তুমি বদলে গেছো, সময়ের সাথে,
হয়তো,তুমি বদলে গেছো, নূতন জীবন পেয়ে ,
আমার বদল হলোটা কই, তোমার অতীত এখনও যে ভীষণ আমায় টানে।
জীবনাটা যদি থাকত থেমে ঐখানেতে,
পাওয়াতে চাওয়ার শেষ হতো যদি ঐখানেতে,
বেশ হতো,ঐ সুখ-সাগরে ভেসে ভেসে,সব পেয়েছির দেশে।
কতগুলো পুজো পার হয়ে গেল,তারপরে! তারপরে!
নাই-বা তুমি বললে কথা, যদি আবার আসতে ফিরে,
নাই-বা তুমি বললে কথা, নাই-বা অশ্রু পড়ত ঝরে ,
নাই-বা তুমি বললে কথা,যদি দেখতে পিছন ফিরে ,
শান্তি পেতাম মনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন