অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় সৌম্য

  

 

ভালোবাসায় ঘেরা রাত্রি
=================
সৌম্য পল‍্যে
=================

এই কুয়াশা ভরা রাতে,

থাকো যদি পাশে।

আনন্দে ভরে যায় এই জীবন,

ভালোবেসে তাই করে-নি আপন।

যদি লাগে গায়ে,

তোমার অনুরাগের ছোঁয়া।

ভুলে যাই আমি,

জয়নগরের মোহা ।।

ভালোবেসে যখন তুমি করো আদর,

তখন হারিয়ে ফেলি,

গায়ে থাকা শীতের চাদর।

জীবনের আশা পেয়েছে ভাষা,

ভালোবাসা খোঁজে মন।

শূন্য মনে আমি তাই,

খুঁজে চলি তোমায় সারাক্ষণ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন