অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় নাসির

 

 

প্রেমকথা
=================
নাসির ওয়াদেন
=================


সাংসারিক ক্লিষ্টতা রমনতৃপ্ত নারীদেহ ,
রাইমধুর মিলনের অনুপম রাতের গল্প

নবমধু মাখা জোৎস্নার মোহময় রাত
আলোর সাথে বিনিময় করে অঙ্গদান

মধুমরকত মঞ্জরী শাখে নতুন সংবাদ,
যৌনরসে জেগে ওঠে রঙিন গাছধারা

জীবন জড়িয়ে আছে মাধবীলতার ঢঙে
ফিরে আসে রঙিন যৌবনের নব হরষ,

পিপাসিত রাত্রি নীপকুঞ্জে পাখা মেলে
আঁকে চন্দ্রিমার বুকে নতুন প্রেমকথা


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন