পরিচয়
===================
হারান চন্দ্র মিস্ত্রী
===================
আর দূরে নয়।
আজই হোক অপেক্ষার অবসান।
তুমি যতদূরে থাকো
তবু মনে হয় তুমি কাছেই আছ।
তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল
নিছক কাকতালীয়ভাবে।
আমি তোমার নাম শুনেছি,
তোমার শিক্ষা আমাকে উৎসহিত করেছে।
তখনও তোমাকে চিনতাম না।
একটি বিয়ে বাড়িতে
এক কোকিলা সুন্দরী
হেসে হেসে দাঁড়ালো এসে আমার সামনে।
একগাল ঝকঝকে মুক্তোর মতো দাঁত।
আমাকে বললে সে- ভালো আছ?
আমি বলেছিলাম- তোমাকে চিনি না।
সে আবার হেসে আমাকে স্বাগত জানিয়ে খাওয়ালো।
তখন চিনতাম না ঘন কুঞ্চিত কালোচুলের
কাজল নয়নাকে।
আমি জানতে চাইলাম একটি নাম।
সে জানালো আজকেই চেনা হয়ে যাবে।
তখন সন্ধ্যাবেলা।
বিয়েবাড়ি, লোক জমেছে মেলা।
আমি তখন একটু দূরে
একা একা হাওয়া খেতে আলো আঁধারি পথে।
ঘোষিত হল একটি চেনা নাম।
কোকিলকণ্ঠী এক গায়িকার গান
ভেসে এলো আমার রূঢ় কানেও।
সে গান আমাকে ভাসিয়ে নিয়ে গেল
গানের মঞ্চের সামনে।
আমি হতবাক।
তুমিই আমার মনের মানসী।
===================
হারান চন্দ্র মিস্ত্রী
===================
আর দূরে নয়।
আজই হোক অপেক্ষার অবসান।
তুমি যতদূরে থাকো
তবু মনে হয় তুমি কাছেই আছ।
তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল
নিছক কাকতালীয়ভাবে।
আমি তোমার নাম শুনেছি,
তোমার শিক্ষা আমাকে উৎসহিত করেছে।
তখনও তোমাকে চিনতাম না।
একটি বিয়ে বাড়িতে
এক কোকিলা সুন্দরী
হেসে হেসে দাঁড়ালো এসে আমার সামনে।
একগাল ঝকঝকে মুক্তোর মতো দাঁত।
আমাকে বললে সে- ভালো আছ?
আমি বলেছিলাম- তোমাকে চিনি না।
সে আবার হেসে আমাকে স্বাগত জানিয়ে খাওয়ালো।
তখন চিনতাম না ঘন কুঞ্চিত কালোচুলের
কাজল নয়নাকে।
আমি জানতে চাইলাম একটি নাম।
সে জানালো আজকেই চেনা হয়ে যাবে।
তখন সন্ধ্যাবেলা।
বিয়েবাড়ি, লোক জমেছে মেলা।
আমি তখন একটু দূরে
একা একা হাওয়া খেতে আলো আঁধারি পথে।
ঘোষিত হল একটি চেনা নাম।
কোকিলকণ্ঠী এক গায়িকার গান
ভেসে এলো আমার রূঢ় কানেও।
সে গান আমাকে ভাসিয়ে নিয়ে গেল
গানের মঞ্চের সামনে।
আমি হতবাক।
তুমিই আমার মনের মানসী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন