অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় দেবত্রয়ী

  

 

প্রেম
====================
দেবত্রয়ী হালদার
====================



বর্তমানের প্রেম, সেতো সকলের কাছে অচেনা

বাড়িয়ে দেয় একাকীত্ব, জমায় মনে যন্ত্রনা।

প্রেম তো নয় যেন ছেলেখেলা

নিভিয়ে দিয়ে সব আশা করে শুধু অবহেলা।

এ প্রেমে কেবল অবিশ্বাস, অহংকার আর জেদ

ছলনায় মন বাসা বাঁধে, ঘটে তাই বিচ্ছেদ।

ভালোবাসার বদলে একে অপরকে করে উপেক্ষা

মানুষটি যখন সঠিক নয়, কি লাভ করে ভালোবাসার ভিক্ষা?

বিচ্ছেদের পরে যে প্রেমে মুখ দেখা বন্ধ

সে প্রেমে ভর করে হয়ো নাকো অন্ধ।

এখানে শুধুই বদনাম আর অপমান

নেই কোনো শ্রদ্ধা, নেই কোনো সম্মান।

একজনকে ছেড়ে গিয়ে অপরজন দিব্যি ভালো থাকে

ছেড়ে যাওয়া মানুষটির খোঁজ কে আর বলো রাখে?

এখনকার প্রেমে নিত্যনতুন সঙ্গীর প্রয়োজন হয়

পুরাতন কার ভালো লাগে? নতুনেই হবে যে মন জয়।

বর্তমানের প্রেম রোমাঞ্চকর,যা বোঝা বড়ো দায়

একজন কাঁদে আর আরেকজন কাঁদিয়ে শান্তি পায়।

ঠকালেই যে ঠকতে হয়, এখনকার প্রেম তা মানেনা তা নাহলে, 

প্রকৃত ভালোবাসা ছেড়ে অন্য পানে চাহিত না।।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন