অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় পরাগ

 


হিমশৈলের মতো
=================
পরাগ ভট্টাচার্য্য

=================


কদিন ধরে তোমায় মনে পরছে ,
কারণ জানা নেই,
তোমার চেহারা, ধূসর ফটো ফ্রেমে
অন্ধকার ঘরে রাখা স্মৃতির তালিকায়,
দু একটা কথা হয়েছিল কোনদিন
শুরু না হতেই নিঃশব্দে মুছে গিয়েছিল ,
আজ শূন্য ঘরে, কিসের অপেক্ষায়,
উত্তর খুঁজছি, এতগুলো বছর পরে!
কোথায় লুকিয়ে ছিল?
মনের মাঝে থাকে, কতগুলি ঘর!
মন তো আয়নার মতো,
ব্যার্থ প্রেমে নাকি টুকরো টুকরো হয়ে যায়,
প্রিয়জনের আঘাতেও!
তখন নিজেকে মনে হয় , আহত সৈনিকের মত
ক্ষতবিক্ষত, হাত পা বিচ্যুত, জোড়া লাগে না;
আমার অন্যরকম মনে হয়,
বিশাল সমুদ্রে হিমশৈলের মতো এই মন,
আনন্দের অভিব্যক্তি ছাড়া, বাকিটা অগোচরে,
মাপা যায়না ব্যাথার পরিমাপ,
ভীষণ ঠান্ডা, অন্ধকার, অচেনা জগতে,
বারবার আঘাতে ভেঙে যায়,
টুকরো টুকরো হয়ে ভেসে বেড়ায়!
যেটুকু দেখা যায়, ঝলমল করে
মহাসাগরের ঢেউ আঘাত করে যায়, অবিরাম!



মনোবীক্ষন
=================

সেদিন যখন ছটফটে মন পাখিটাকে
খাঁচার দরজা খুলে ছেড়ে দিলাম
উড়তে উড়তে আকাশের অসীমে হারিয়ে গেল
যদি ফিরে আসেও, আর বাঁধব না,
নিজের খুশিতে থাকবে,
সে এখন মুক্ত চিন্তার আধার
ইথার তরঙ্গে প্রেমের সূক্ষ্ম কণার সম্ভারে
হয়ত মত্ত দামালপনায়,
আলোক রশ্মির মতো নির্ভার, উজ্জ্বল, অবাধ্য,
সকল শাসনের উর্ধ্বে, অমিত শক্তির প্রতিভূ;

একা শরীর এখন শান্ত, বাধ্য, অনুগত
শুধু প্রাণের ধুকপুক ,কোনও চাহিদা নেই
ক্লান্তিও নেই , কারণ ভাবনার ঠাঁই নেই
সুখ, দুঃখ, প্রেম, অপ্রেম, বিশ্বাস, অবিশ্বাস
এসব অজানা অনুভূতির রঙ, সুদূর পরাহত
কমার যতিচিহ্নে প্রলম্বিত জীবনের ক্ষন।


 

প্রেম যখন যেমন
=================


প্রেম যেন একটা সময়
বয়ে যাওয়া নদী, অজস্র ঢেউ অবিরাম
বারেবারে ছুঁয়ে যায় জল
ভেজা পায়ের পাতা ছাপ ফেলে যায়,
কখনও জোয়ার কিংবা ভাটায়
ছলাৎ ছলাৎ ঢেউ দুই পারে শোনা যায়,
কখনও বিরহে পথ হারায়
অন্তঃসলিলা ধারা, আবার প্রকাশ পায়!


সমুদ্রের আছড়ে পরা ঢেউ
নোনা জলে ধুয়ে যায় একটা পাথর
জীবনের এক অদ্ভুত রসায়ন,
ভৌতিক ক্রিয়াময় বাকি সময়টা দাগ কাটে না,
অনন্ত বালির ভেজা সৈকত হাতছানি দেয়
কত যুগল হেঁটে যায় , কোনও ছাপ থাকে না,
দূরে পাখিটা উত্তাল সমুদ্রে ভাসে অবলীলায়
মৃত ঝিনুকগুলি পরে থাকে একপাশে। 



 

 

 

 

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন