অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় সুতপা

  

 

আগুনবরণ
=================
সুতপা পূততুণ্ড
=================



তোমার শরীরে এসিডের পোড়া দাগ,

কিছু মানুষের আগুন ঝলসানো প্রতিবাদ।

দহনের ছায়াবৃত্তে তিল তিল করে বেড়ে ওঠা,

রঙিন মোমবাতির হাড়হিম করা রাগ।

কখনো দেখেছো? মাতাল বাতাসের সাথে,

আগুনের সহবাস?

কিম্বা জ্বালামুখ থেকে বেড়িয়ে আসা,গরম লাভা বলে

ভালোবাস ওরে ভালোবাস!

সবাই বলে আমি নাকি দুঃখবিলাসী!

আজ অগ্নিজলে,আমি যে বানভাসি!

পুরো পৃথিবীটাই আজ আগুনের গোলা!

সেই আগুনকে চেনার চেষ্টায় ব্যর্থ আমিত্ব,

অসংযমে ছুঁয়ে ছিলাম আগুন,

অনেকটা গোপন পাপের মতো!

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন