প্রত্নজিঞ্জাসা
===============
অলভ্য ঘোষ
===============
শুকিয়ে গেলাম ভালবাসা নেই বলে ।
শুকিয়ে যাবে গোলাপি আভার অভাবে হিরোশিমার মত ।
ফুসফুস,যকৃত সব থাকবে উবে যাবে হৃদপিণ্ড !
গ্লেসিয়ারের মত গলে যাবে বিশ্বায়ন নামক উষ্ণতায় ।
কত হাজার বার নগর ধ্বংস হয়েছে প্রত্নতাত্ত্বিকেরাও জানেনা ।
কয়েক হাজার বছর বাদে প্রকৃতির অলীক নিয়মে সভ্যতার
বাঞ্ছিত শর্তে বিচ্ছিন্নভাবে বঙ্গপোসাগরের তলায় পাওয়া গেলেও
যেতে পারে তোমার আমার প্রিয় রাস্তা,করিডর,আসবাব কত কি।
হরপ্পা মহেঞ্জোদারোর মত ।তখন সাগর টার অন্য নাম হবে ।
তোমার আমার অস্তিত্ব! পাওয়া যেতে পারে আমাদেরও জীবাশ্ম ।
দুঃখ এগুলো থাকবে অবিন্যস্ত ছড়িয়ে ছিটিয়ে ।এখন কার মত
শৃঙ্খলাহীন ভাবেই ।ওরা সে সময় দাঁড়িয়েও সঠিক অনুমান করে নেবে
আমরা সভ্যতার নামে স্থাপন করেছিলাম পতিতালয় দেব উদ্যানের মত
এই সুন্দর পৃথিবী টাতে ।অসুরের মত ঝাঁপিয়ে পড়েছিলাম একে অপরকে
ধ্বংসের ইর্ষাকাতর খড়গ নিয়ে । পাওয়া যেতে-পারে অনেক আঘাতের চিহ্ন
একটাও গোলাপ ফুল ডায়েরির পাতার ভেতর ; কাটখোট্টা শুকনোও পাওয়া যাবেনা ।
===============
অলভ্য ঘোষ
===============
শুকিয়ে গেলাম ভালবাসা নেই বলে ।
শুকিয়ে যাবে গোলাপি আভার অভাবে হিরোশিমার মত ।
ফুসফুস,যকৃত সব থাকবে উবে যাবে হৃদপিণ্ড !
গ্লেসিয়ারের মত গলে যাবে বিশ্বায়ন নামক উষ্ণতায় ।
কত হাজার বার নগর ধ্বংস হয়েছে প্রত্নতাত্ত্বিকেরাও জানেনা ।
কয়েক হাজার বছর বাদে প্রকৃতির অলীক নিয়মে সভ্যতার
বাঞ্ছিত শর্তে বিচ্ছিন্নভাবে বঙ্গপোসাগরের তলায় পাওয়া গেলেও
যেতে পারে তোমার আমার প্রিয় রাস্তা,করিডর,আসবাব কত কি।
হরপ্পা মহেঞ্জোদারোর মত ।তখন সাগর টার অন্য নাম হবে ।
তোমার আমার অস্তিত্ব! পাওয়া যেতে পারে আমাদেরও জীবাশ্ম ।
দুঃখ এগুলো থাকবে অবিন্যস্ত ছড়িয়ে ছিটিয়ে ।এখন কার মত
শৃঙ্খলাহীন ভাবেই ।ওরা সে সময় দাঁড়িয়েও সঠিক অনুমান করে নেবে
আমরা সভ্যতার নামে স্থাপন করেছিলাম পতিতালয় দেব উদ্যানের মত
এই সুন্দর পৃথিবী টাতে ।অসুরের মত ঝাঁপিয়ে পড়েছিলাম একে অপরকে
ধ্বংসের ইর্ষাকাতর খড়গ নিয়ে । পাওয়া যেতে-পারে অনেক আঘাতের চিহ্ন
একটাও গোলাপ ফুল ডায়েরির পাতার ভেতর ; কাটখোট্টা শুকনোও পাওয়া যাবেনা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন