উঠোন
==================
হামিদুল ইসলাম।
==================
সান্ধ্য উঠোন
শরীর শরীর সুবাস
ছায়াডোবা জলে তোমার কোমল সোহাগ
ভুলে যাচ্ছি নিজের অস্তিত্ব ।।
ঘুমবাগানে ঢুলুঢুলু আবেশতা
বিনম্র ছায়ায় ভাসে তোমার পদধ্বনি
বিমর্ষ বৃক্ষদিন ।।
এই জীর্ণ হাওয়ায় ফিরে ফিরে আসো তুমি
তোমার জন্যে অপেক্ষা
সারা জীবন ।।
তোমার দুঠোঁট ছুঁয়ে দেখি আগুন
আমি পুড়ছি তোমার ওম মাখা দুপুরের ক্লান্ত ছায়ায় ।।
জীবন
================
আমাদের আমবাগানে ফেলে আসি ঘুঘু ডাকা দুপুর
নির্জন শস্যক্ষেত
ছবির দেয়ালে আঁকা তোমার দুচোখ
বিরল বৃষ্টিদিন ।।
শব্দের প্রতিশব্দে মিলিয়ে যায় ধূধূ কথা
কথার নীচে চুপকথা
বেআব্রু সঙ্গম সহবাস ।।
উৎকর্ণ হয়ে আছি সারাদিন
তোমার আগমনে ভেঙে পড়ে অভিমানী চাঁদ
বালিশের তলায় প্রেম। আমাদের সোহাগ রাত ।।
এসো বৃষ্টি হই। গায়ে মাখি জীবন। দুঠোঁটের চুমুতে ভাসুক মন ।।
তুমি
================
নস্টালজিক মন
তুমি আমি বন্দি। সারা জীবন
তোমাকে ছুঁই
চন্দ্রমল্লিকা রাত
তোমার শরীর জুড়ে বাতাবি লেবুর গন্ধ সারা ব্যালকনিময়
ছায়া ছায়া আকাশ
বৃষ্টি পড়ে। ভিজে যায় হাসনাহানা দোপাটি ফুল
আমরাও ভিজে ভিজে হয়ে উঠি একুশ
আপেল রাঙা একুশ
তোমার বুকে কবিতা আঁকি
প্রেম প্রেম সুবাস
তোমার আঁচলে জীবন। এ জীবন ওঠে ডোবে ডুবুরির মতোন
প্রেম
================
এখনো আটকে আছে রাত
তোমার প্রতীক্ষা গুণি
আর কতো দেরি
এই জীবন
এই প্রেম
এই সময়
তোমার হাতে দিলাম। ভাসিয়ে দিলাম কাগজের নাও
ঘাটে ভিড়ছে তরী
আমরা সাজিয়ে রাখছি প্রেম
আমি জীবনানন্দ। তুমি বনলতা সেন
এসো আমরা জীবন হই। মুখোমুখি বসি। সারারাত করি প্রেম
উৎসব
================
ইতিহাস ভুলে যাচ্ছি
স্মৃতির ঘাটে তুমি
কাঁখের কলসির জলে তৃষ্ণা মেটাও হে প্রেম
নির্জন চিলেকোঠা
শূন্য ট্রামলাইন
তুমি আধ শোয়া রোদে শুয়ে থাকো মায়া
শত সহস্র জনম
তোমার খোঁপায় কৃষ্ণচূড়া
নীল অন্তর্বাসে গুছিয়ে রাখি ছায়া ছায়া দিন
তোমার শ্বাসে আমার শ্বাস ইতিহাস হয়ে ওঠে আমরণ
হৃদয়ভূমে নূপুর ছন্দ
তোমার আলোয় বৃষ্টি নামে ঠিক যেনো কিঞ্জর উৎসব
কবিতা
================
তুমি প্রতিদিন কবিতা হও
তুমি হও জীবন
তুমি আমার ঊনিশের রোদ
তুমি আমার আলো
আলোর ভূবন ।।
তোমাকে প্রতিদিন পড়ি
বুঝি না কিছুই
তুমি এই আছো তুমি এই নেই
তবু আছো আমার মনের রক্তে মজ্জায়
আমার অনশ্বর আত্মায় ।।
শাণ বাঁধানো পুকুর
আমি গা খুলে বসি
জলে তোমার জলছবি
তুমি জলপরী তুমি প্রেমপিয়াসী ।।
তুমি আমার কবিতা
প্রতিদিন চোখের জলে তোমাকে সাজাই ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন