ভালোবাসার গল্প
==================
শ্রাবণী সিংহ
==================
#
গ্রামসন্ধ্যার কুপি জ্বলে বাউল দেহের মত...
রূপকথা নয়,শুধুমাত্র কথক ও শ্রোতা নিয়েই
হাজার বছর গড়াতে থাকে
ভালোবাসার গল্পগুলি...
ধীরে ধীরে কথারাও নিভে আসে
চোখে চোখ রাখলেও জ্বলতে থাকে আঠারো মোকাম বাতি।

প্রেমে বিরহ যন্ত্রণা কেমন?
বুঝিনি...
শুধু জানি বাস্তুবাগানে বড্ড জড়িয়ে গেছি সিমলতায়
ফেরা মুশকিল নাজুক মনের ঘর
==================
শ্রাবণী সিংহ
==================
#
গ্রামসন্ধ্যার কুপি জ্বলে বাউল দেহের মত...
রূপকথা নয়,শুধুমাত্র কথক ও শ্রোতা নিয়েই
হাজার বছর গড়াতে থাকে
ভালোবাসার গল্পগুলি...
ধীরে ধীরে কথারাও নিভে আসে
চোখে চোখ রাখলেও জ্বলতে থাকে আঠারো মোকাম বাতি।
প্রেমে বিরহ যন্ত্রণা কেমন?
বুঝিনি...
শুধু জানি বাস্তুবাগানে বড্ড জড়িয়ে গেছি সিমলতায়
ফেরা মুশকিল নাজুক মনের ঘর
.......
ভালোবাসার গল্প (# #)
ভালোবাসি নদীগ্রাম
ভালোবাসি মাছরাঙার চুপ
ভালোবাসি সময়ের স্ক্র্যাপবুক
ভালোবাসি ধানফুল
আলো নরম হয়ে আসা ডোমজুড়
ভালোবাসি গেঁয়ো-গল্প
স্যাঁতসেঁতে ভাঁটির গঞ্জে
ভালোবাসি উপর্যুপরি স্বপ্ন বুনন...
অলীক সুখের প্রলোভন
'ভালোবাসি' 'ভালোবাসি'
ভালোবাসাকে একথা বলতেই
আমি জড়িয়ে যাই মন্দ্রজালে
এবার আমার দুরূহ হওয়ার পালা।
ভালোবাসি নদীগ্রাম
ভালোবাসি মাছরাঙার চুপ
ভালোবাসি সময়ের স্ক্র্যাপবুক
ভালোবাসি ধানফুল
আলো নরম হয়ে আসা ডোমজুড়
ভালোবাসি গেঁয়ো-গল্প
স্যাঁতসেঁতে ভাঁটির গঞ্জে
ভালোবাসি উপর্যুপরি স্বপ্ন বুনন...
অলীক সুখের প্রলোভন
'ভালোবাসি' 'ভালোবাসি'
ভালোবাসাকে একথা বলতেই
আমি জড়িয়ে যাই মন্দ্রজালে
এবার আমার দুরূহ হওয়ার পালা।
ভালোবাসার গল্প (# # # )
বসন্ত অরাজকতায় বেমানান সব কিছু...
লগনসা পেরিয়ে গেলে তোমার আবছা মুখ
ফুটে উঠলে তাকে মান দিই তাকে
জড়িয়ে যাই মাছের সত্যে
তোমার পরিধিতে আমার সকল বিবশতা
ঘুরপাক খায়
পরস্পরকে দেওয়ার মত কত কিছু
বেলফুল
অগাধ রবীন্দ্রনাথ
এরপরের সব বুঝে নেওয়ার পালা কিন্তু তোমার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন