অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় রুষা

  

 

বন্যা তোকে
=================
রুষা
=================



তোর হাসির পথ পেরিয়ে কখন যে তোর এত কাছে চলে এসেছি জানিনা...

জানতে দিই নি তোকে আমার গোপন আলোর রহস্য,

তোর প্রদীপ শিখায় আমার নিভু সলতে বেঁচে উঠতো বারবার।

সুবিস্তৃত এই জাল পেরোতে পেরোতে পৌঁছে যেতাম তোর সাথে নদীর কিনারে,

কানে বাজতে তোর রিনিঝিনি নূপুর।

অনেকটা পথ পেরিয়ে ধানক্ষেত ছড়িয়ে তোর উচ্ছসিত কণ্ঠ বলে উঠেছিল রাকিবের কথা।

ভাগ্যিস তোর হাসির দমকে চোখের জল বাষ্প হয়ে উঠেছিল...

সেই ধূসর পৃথিবীতে পড়ে আছে অফুরন্ত সবুজ, দমকা হাওয়ায় ওড়া তোর চুল।

শূন্য পকেটে পড়ে আছে তোর দিনশেষের শিউলি ফুল...।

 

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন