অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় সত্যজিৎ

 



স্মৃতি
=================
সত্যজিৎ পাল
=================



তুই গেলি ছেরে আমায় চলে,

কতো ডাকতাম দুষ্টু পাগলি বলে।



এইতো সেদিন হাতে হাত রেখে

বলিতাম কতো কথা ।

স্বপ্নের দেশে হারিয়ে যেতাম,

কোলেতে রেখে মাথা।



ঘুরেছি তোকে সাথে নিয়ে

মন্দির, মসজিদ, গির্জা

গ্রাম, শহরের নর-নারী করতো

আমাদের নিয়ে চর্চা।



গাছ খোদাই করে লিখেছিলাম

তোর আমার নাম।

সাথী হারা করে চলেগেছিস,

সঙ্গী লাঞ্ছনা আর বদনাম।



বার বার স্পর্ধা দেখিয়েছি

শুনিনি কারো কথা।

ভালোবাসায় কম ছিল কোথায়

কেনো দিলে এতো ব্যাথা।



ভালো থাকিস সুখে থাকিস

স্মৃতিচারণ করে চলি।

বালিশে মুখ গুজে লুকিয়ে লুকিয়ে

৺কাদি আর বলি......



তুই গেলি ছেড়ে আমায় চলে

কতো ডাকতাম দুষ্টু পাগলি বলে।

 

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন