অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় শুভ্রব্রত

 

 

অপরূপা মোনিকা
===================
শুভ্রব্রত রায়
===================



তোমার পরনে লাল পাড় সাদা শাড়ি,

দেখতে তোমায় কী অপরূপ লাগছে নারী।

তোমার ওই আড় চোখে তাকানো,

যায় না কিছুতেই মোর মন ভোলানো।



কী অপূর্ব তুমি,দেখে তোমায় মুগ্ধ আমি,

রবে মোর খাতায় বন্দি পারবো না যে হতে তোমার স্বামী।

তোমার সেই মুখের মিষ্টি হাসি এঁকেছে মোর হৃদয়ে চিত্র,

তুমি তো জগতের অপূর্ব সৃষ্টির এক বিচিত্র।



অনন্য তুমি, রবে সর্বদা মোর মোনিকা,

তাই তুমিই তো মোর কলমের চয়নিকা।

তোমার ওই মাথার খোপায় গাঁথা গোলাপ,

আজ মোর কবিতারই সংলাপ।



তোমার জীবনে যেন না আসে কোন দুঃখ,

সর্বদা ভরে উঠুক জীবন যাত্রায় পরম সুখ।

আমি তো এক অতি সাধারণ কবি,

তাই চিত্রাকারে আঁকলাম মোর স্মৃতির ছবি।



তুমিই তো রবে সর্বদা মোর স্মৃতি,

কি অপূর্ব প্রকৃতির সৃষ্টি তুমি, এটাই হয়তো বিধাতার রীতি।

রয়েছো তুমি মোর নিকট হতে দূর-বহুদূর,

তবুও যেন মনে হয় কর্ণে বাজে তোমারই সুর।



তোমার ওই টানা টানা চক্ষু দুটি পারছি না ভুলতে,

হৃদয়ের প্রতি স্পন্দনে চাই আঁকতে।

এ যেন এক অদ্ভূত নয়নের টান,

আমি যেন হয়ে যাচ্ছি দিশেহারা প্রাণ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন