অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় সুমনা

  

 

সিঁদুরে মেঘ
===================
সুমনা ভট্টাচার্য্য
===================



রোদের ঢেউ কাঁপছে তোমার মুখেই –

বসন্তেরও সেই এলোমেলো ঝোঁক

আলাপ-ঠোঁট হারালে কথার খেই-

চায়ের ভাঁড়ে ভূমিকম্প অচানক ;



এ্যাডোনিস ভ্রম – সিঁদুরে মেঘ সংশয়

জগার্স-শার্টে ঘেমে নেয়ে বিশেষণ -

অন্ত্যমিলের দ্বিধা-ঠোঁট পরিচয়

সৌজন্যর আজো মানে সংবরণ-



যেসব দুপুর বৃষ্টি নামলে তুমুল

তুখোড় চষবে ভুলের বর্গা জমিন -

অবাধ্য মন জমিয়ে রাখছে মাশুল

বসন্তজ্বর ভোগার অঙ্ক কঠিন ।


জাগছে পাহাড় নদীও যে দুদ্দাড়

ভাঙলে পাথর ভাসলে খোলামকুচি-

ভাসিয়েছ ডাক যেন হরিণ আব্দার

চিরকুট আজ মনেরই কলমচি...



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন