সূর্যস্নাতা -১৪
================
ভাস্কর পাল
=================
ভাস্কর পাল
=================
তোমার আকাশ জুড়ে ঝড়
মুহূর্তে তোলপাড় তুমি
তোমায় এলোমেলো করে
ছুটে আসে সেই মেঘ আমার কাছে
হাজারো গোপন নালিশ শোনাবে বলে
ঝরে পড়ে বৃস্টি হয়ে
প্রথম পরশে সে শোনায়
তোমার গুন গুন গানের গল্প
পশলা বাড়িয়ে তোমার রাগ অনুরাগ
না পাওয়ার গল্প
এরপর ঝম ঝম করে ভেঙে পড়ে মেঘ
অভিমানে আর সোহাগে ভিজিয়ে
আমি সপসপে বৃষ্টি মেখে
অনুভব করি জল সোহাগ
আমার সারা শরীর জুড়ে
তখন তোমার ভেজা চুলের সুগন্ধ ।
এগিয়ে যেতে হবে।
উত্তরমুছুন