অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ১২ মার্চ, ২০২২

ভালোবাসায় সুজন

 

 

 

ভালোবাসা
===================
সুজন দাশ
===================



ভালোবাসা প্রাণের তারে

বাজায় মোহন বাঁশি,

সুর শুনে তার প্রাণটি কাঁপে

তরঙ্গে যায় ভাসি।



চায় দিতে সব উজার করে

পুড়ে হৃদয় খানা,

উতাল পাতাল অচিন পাখি

স্বপ্নে মেলে ডানা!



ভালোবাসা দুই হৃদয়ে

কাঁপায় যেন ঝড়ে,

পরস্পরের নির্ভরতায়

যখন তারা লড়ে!



ভালোবাসা উজান স্রোতে

নেয় ভাসিয়ে তরী,

মিলে দোঁহে এক মোহনায়

ঐক্যতে পথ লড়ি।



ভালোবাসা আকাশ পাড়ে

টানে রোদের ঘ্রাণে,

ভালোবাসা মিলন বেহাগ মিলায় প্রাণে প্রাণে।

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন