অন্তরে অভিধান
===============
মিলি দাস
===============
ভালোবাসা মানে মন্দ লাগেনা ছন্দের ধুলোবালি
সেই ছন্দের কবিতা লিখেই জনগণ হাততালি
ভালোবাসা মানে আড় চোখাচোখি অন্তরে অভিধান
অন্তরে তার ক্যানভাস আঁকা রং তুলিতে স্নান
ভালোবাসা মানে ফেসবুকে ব্লক মনের দরজা খোলা
চিলেকোঠার ঐ দরজার পাশে ছায়াটি যায় কি ভোলা?
ভালোবাসা মানে তোকে দেখিনা গল্পটা তোর শুনি
গল্প দিয়েই স্বপ্নের জালে শীতল পাটি বুনি
ভালোবাসা মানে সম্মান যাক,চরণে নতজানু
চরণ ছুঁয়ে সন্ধ্যা প্রদীপে জ্বলছে হাসনাহানু
ভালোবাসা মানে ব্যবধান হোক তবুও মনের কাছে
সুযোগ পেলেই গুড়িসুরি দিয়ে আন্দোলনে নাচে।
ভালোবাসা মানে কাঙাল মনে অন্ধ প্রতিশ্রুতি
অন্ধের চোখে আলো জ্বালিয়ে জানিয়েছি আহুতি।
ভালোবাসা মানে আজও জেগে থাকি ফোনের দিকে চেয়ে
অপেক্ষারা স্নান করেছে বৃষ্টির গান গেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন