শরৎ ||
=============
জয়ন্ত চট্টোপাধ্যায়
=============
মৃদু হাওয়া ঢেউ
মেঘমালা
ছায়া ফেলে দিঘিবুক আলো।
উৎসব ||
=============
খুশিমুখ শিশুদের হাসি
আলোকিত
মনোভূম প্রকৃতিও সেজেছে দারুণ!
হেমন্ত ||
=============
শিশিরের কানাকানি সারারাত
কুয়াশায়
ঝরে যায় উল্কার দল।
শীত ||
=============
প্রবল কাঁপুনি দিন
জড়োসড়ো
রোদ ও আগুন খোঁজা।
প্রেম ||
=============
অনুভব জুড়ে কিছু
ধুকপুক
হারানোর ভয় নিয়ে চঞ্চল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন