আমার নেই কোন নীল কন্ঠ , নীল নক্ষত্র , নীল আখর যা দিয়ে ভরাতে পারি বুকের পেয়ালা মদিরার ফেনিল পানীয়ে । আমার শুধু ঝরাপাতা আর ঝরা ভালবাসার দগদগে ক্ষত । এহাতে ওহাতে স্থবির জীবনকে নিয়ে লোফালুফি খেলি । একাকী পুড়ি নিরুপায় চোখ মেলে , শব্দের আড়ালে ঢাকি মোহিনী সর্বনাশ । ক্লান্তিহীন আবেগে উত্তাপে জ্বলে গভীরতা খুঁজি , চলে যাই মাটির কাছাকাছি । বৃষ্টি নামে , ভেজা প্রেমের দাগ বেরিয়ে পড়ে । দেউলিয়া শরীর জুড়ে তখন অজস্র গোলাপ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন