ভয়
================
বাবার মৃত্যুতে ভয় পাই না।
মা হারানোর ভয়ও নেই।
প্রিয়জনকে দেওয়া কথার দাম নেই আজ
তাই সেদিকেও ভয় নেই!
ভয় নেই গোপন কিছু কেউ প্রকাশ করে দিলে।
ভয়হীন রাতের অন্ধকার পথও।
শুধু ভয় হয়, এই সমাজ যেভাবে এগোচ্ছে
তাতে না একদিন আত্মসম্মান খোয়াতে হয়!
================
বাবার মৃত্যুতে ভয় পাই না।
মা হারানোর ভয়ও নেই।
প্রিয়জনকে দেওয়া কথার দাম নেই আজ
তাই সেদিকেও ভয় নেই!
ভয় নেই গোপন কিছু কেউ প্রকাশ করে দিলে।
ভয়হীন রাতের অন্ধকার পথও।
শুধু ভয় হয়, এই সমাজ যেভাবে এগোচ্ছে
তাতে না একদিন আত্মসম্মান খোয়াতে হয়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন