অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় শুভজিৎ দে

 



সন্ধ্যা নামলে...
==========================


সন্ধ্যা নামলে...

চারিদিক নিশ্চুপ,

ক্ষণিক নিস্তব্ধতার পরিসর।



অনুভবহীন কথোপকথন চলে

পরিবেশের সাথে আমার।

আমি যা কিছু বলি

সবকিছু বুঝে নিয়ে উত্তর ফিরিয়ে দেয়।



কখনও আমার লাজ বেঁধে দিতে

গোধূলি লাল রঙে রাঙিয়ে দেয় দিগন্তকে

কখনও হিমেল বাতাস

নগ্ন আমিকে পোশাকি করে তুলে।



সন্ধ্যা নামলে...

কোনো এক অজানা স্বপ্ন বালিকা প্রদীপ জ্বেলে আমার মুখ দেখে



সন্ধ্যা নামলে...

আর একটা দিনের সমাপ্তি শুরু হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন