অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় গোবিন্দ মোদক 

 

 

ভয় !!
====================



ভয় শব্দটি ছোট্ট হলেও দারুণ তার বিস্তার,

ভয় করলেই পেয়ে বসে নেই কোনো নিস্তার !

ভয় ভূতের, ভয় পেত্নীর, শ্মশান-গোরস্থানে,

ভয় মানে না ধনী-গরীব, নিরীহ বা মস্তানে !

ভয় নিশুতি রাতের ছায়ায়, ভয় মনের মাঝে,

ভয় থাকে যে সব রকমের অসামাজিক কাজে !

ভয় আছে চাকরি যাওয়ার, ভয় আছে প্রতিবাদে,

ভয় থাকে স্পষ্ট-বলায়, ভয়ে সবাই কাঁদে !

ভয় পাও নিজের স্ত্রীকে ? পরস্ত্রীকেও ভয় ?

ভয় যুবতীর বুকের খাঁজে ? ভীষণই সংশয় !

ভয় একলা রাতের বেলা, মানুষ কিংবা ছায়া,

ভয় পেয়ে যাও যদি দেখো ছায়া-ছায়া কায়া !

ভয় সমাজে, পরিবারে, ভ্রমণপথের বাঁকে,

ভয় নামক জুজুবুড়ি ওৎ পেতে যে থাকে !

ভয় বোলতা, শুঁয়োপোকা, আরশোলা ও সাপের,

ভয় ইস্কুলে কানমলায়, দারুণ অনুতাপের !

ভয়ের আমি, ভয়ের তুমি, ভয় দিয়ে যায় চেনা,

ভয় পাহাড়ের দোকানেতে ভয়ের বেচা-কেনা !!














কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন