অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় শ্রাবণী সিংহ

 

 
ভয়ের জন্মকথায়
=======================



বিষাক্ত জোঁক ও আগাছা্র ভয়,
লেপ্টে থাকে শাকের বাঁধুনিতে।


বাউলানীর ভয়,
ভুল গেয়ে ফেলে চর্য্যাপদের অন্তরা।


বাউলানিতেই ভয়।
খঞ্জনি অভিমান ধুয়ে জলে ফের কখন
গাইতে থাকে প্রেমের দোঁহার।


রাশি নয়, রশিতেই ভয়।
আচমকাই একদিন যাতায়াতপথের আঁধারে
সাপ ভেবে পিলে চমকে যাওয়া।

প্রকাশ্যে এলে দুরত্ব না মেনে

কাছাকাছি এলেই ভয় সংক্রমণের

প্রকৃত ভয় থাকে ভয়াবহ শীতরাতে,
ফুটপাথের না-বাসিন্দাদের কেউ কেউ দেখে ফেলে
সাক্ষাৎ যমদূত শিয়রে!





 

 

 

 


 

1 টি মন্তব্য: