অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় তনুজা চক্রবর্তী

  


ভয়
==================


কেন এত ভয়?

শব্দটা ভোগে সংশয়ে ।

অবিরাম টানাটানি, কাটাছেঁড়া, গুঁতোগুতি----

আর কত ভয় পাবে ?

বেঁকে গেছে শিরদাঁড়া,

মাটিছুঁয়ে মাথাগুলো কানাকানি করে।

বলো এক, তারপর দুই

তিন চার পাঁচ সমতালে দোলো---

ফাঁক নেই, সোম থেকে সোমে।

জোরে-- আরও জোরে--- আরও একবার

দু-পায়ে টানটান দাঁড়িয়ে

সব সীমা ছাড়িয়ে বলে দেওয়া সোজা,

মাথাগুলো কর্মঠ আর নয় বোঝা






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন