কার্তিকের ঘোড়ারা
======================
ভিক্টোরিয়া পার্কে জাতীয় ঘোড়া গুলো
জলে জল বিয়োগ করে ঘ্রাণ নেয়
ঘাস, ছোলার পরিবর্তে ড্রাগন খায়
ত্রাণ হিসেবে পাওয়া যায় কত
ঘোড়ার ঘোড়া রোগ নেই
করোনায় মাথায় মাস্ক- এন ৯৫
পায়ে গ্লাভস, মুখে কথা কম
যাপিত সময়ে কার্তিকের আক্রমণ
ঘোড়াদের মাথাপিছু আয় বেড়েছে
রেসে যাবে বিদেশে
ফিরে এসে করোনাক্রান্তের সুচিকিৎসায়
প্রাণীয় আবেদন জানাবে
তারপর...অঘ্রাণের সোনালী মাঠে
হেসে ওঠবে ঘোড়ারা
অর্থনীতির চাকা ঘুরবে বিশ্বময়
দাতাদের গিফট বিনিময় হবে
এভাবে ওরা স্বদেশকে ভালোবেসে যাবে
সবার অলক্ষ্যে নিভৃতে।
======================
ভিক্টোরিয়া পার্কে জাতীয় ঘোড়া গুলো
জলে জল বিয়োগ করে ঘ্রাণ নেয়
ঘাস, ছোলার পরিবর্তে ড্রাগন খায়
ত্রাণ হিসেবে পাওয়া যায় কত
ঘোড়ার ঘোড়া রোগ নেই
করোনায় মাথায় মাস্ক- এন ৯৫
পায়ে গ্লাভস, মুখে কথা কম
যাপিত সময়ে কার্তিকের আক্রমণ
ঘোড়াদের মাথাপিছু আয় বেড়েছে
রেসে যাবে বিদেশে
ফিরে এসে করোনাক্রান্তের সুচিকিৎসায়
প্রাণীয় আবেদন জানাবে
তারপর...অঘ্রাণের সোনালী মাঠে
হেসে ওঠবে ঘোড়ারা
অর্থনীতির চাকা ঘুরবে বিশ্বময়
দাতাদের গিফট বিনিময় হবে
এভাবে ওরা স্বদেশকে ভালোবেসে যাবে
সবার অলক্ষ্যে নিভৃতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন