অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় প্রবোধ চন্দ্র দাস

 
ভয়
====================


কিছু ভয় মুছে দেয়
থেমে যায় কান্না,
কিছু ভয় কোন দিনও
শোধরানো যায় না।

কিছু ভয় ফুল হয়ে
ঘাসেতে ছেটায়,
কিছু ভয় তোলা থাকে
মনের জানলায়।

কিছু ভয় হঠাৎ আসে
না থাকে চিন্তায়,
কিছু ভয় ঝুলে থাকে
হৃদয়ের আলনায়।

হারানোর ভয় থাকে
যে ভালোবাসায়,
দু’জনেই কাঁদতে বসে
মনের দোটানায়।

রোজ রোজ ভয় মানে
নতুন অভিনয়,
সুখ হাঁসে ঠোঁটের কোনে
এক মুহূর্তই যথেষ্ট হয়।
      



 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন