রুদ্ধতাকে মাড়িয়ে
=========================
বিপদ ঝড়ে অবরুদ্ধ
বেঁচে থাকার প্রাত্যহিক সুস্থতা
ছাপোষা জীবনে ক্রমশ ঘনীভূত
হিজিবিজি ভাবনার অ আ ক খ
পদক্ষেপের মুহূর্তে-
লেজুড় বিবিধ চেতনার প্রবাহ
এভাবেই নেমে আসে
অযাচিত, অনাহুত স্তব্ধতা,
আটকে যায় জীবনের স্বাভাবিকতা
ইচ্ছা-অনিচ্ছার নিরন্তর দোটানায়
জর্জরিত ভালো থাকার সহজিয়া,
অহর্নিশ উবে যায়
ভালোলাগার যাপন কথা
তবুও অঙ্গীকারের উদাত্ত স্পৃহায়
স্পর্ধিত মনোবলের তুঙ্গতায়;
খুঁজতে আছি উত্তরণের জিয়ন কাঠি
যেখানে হয়তোবা লুক্কায়িত
প্রতিকূলতার চরম মোকাবিলা-
আর একটু লড়াকু মনোভাব
যেখানে উভয়ের সুষ্ঠু সহাবস্থানে
আবারো রুদ্ধতাকে পিছু মাড়িয়ে
এগিয়ে চলা সুস্থতার বরাভয়ে।
=========================
বিপদ ঝড়ে অবরুদ্ধ
বেঁচে থাকার প্রাত্যহিক সুস্থতা
ছাপোষা জীবনে ক্রমশ ঘনীভূত
হিজিবিজি ভাবনার অ আ ক খ
পদক্ষেপের মুহূর্তে-
লেজুড় বিবিধ চেতনার প্রবাহ
এভাবেই নেমে আসে
অযাচিত, অনাহুত স্তব্ধতা,
আটকে যায় জীবনের স্বাভাবিকতা
ইচ্ছা-অনিচ্ছার নিরন্তর দোটানায়
জর্জরিত ভালো থাকার সহজিয়া,
অহর্নিশ উবে যায়
ভালোলাগার যাপন কথা
তবুও অঙ্গীকারের উদাত্ত স্পৃহায়
স্পর্ধিত মনোবলের তুঙ্গতায়;
খুঁজতে আছি উত্তরণের জিয়ন কাঠি
যেখানে হয়তোবা লুক্কায়িত
প্রতিকূলতার চরম মোকাবিলা-
আর একটু লড়াকু মনোভাব
যেখানে উভয়ের সুষ্ঠু সহাবস্থানে
আবারো রুদ্ধতাকে পিছু মাড়িয়ে
এগিয়ে চলা সুস্থতার বরাভয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন