ভয়
=====================
গ্রীবায় রোঁয়ার মত লেপ্টে বসে থাকে,
ভুলে থাকার নিস্ফল চেষ্টা --
বারংবার সেই অস্তিত্বের ভীত পোক্ত করে
সম্পূর্ণ অপ্রত্যাশিত মুহূর্তে
কাঁটার মত অস্বস্তিকর উপস্থিতি
জানান দেয় পলকের ব্যাবধানে কশেরুকা দিয়ে নামবে শীতল স্রোত
যদিও স্নায়ুতন্ত্রীতে মরচের গাঢ় পাঁশুটে রং
রোজ দিনের আলো গিলে ফেলে আবছায়া মেঘ
মিইয়ে যাওয়া দুপুর ওম খোঁজে
বিষণ্ন গোধূলির ঠোঁটে
ঘর পোড়া গরু একই ভুল বারবার করে-------
ভুলে থাকার নিস্ফল চেষ্টা --
বারংবার সেই অস্তিত্বের ভীত পোক্ত করে
সম্পূর্ণ অপ্রত্যাশিত মুহূর্তে
কাঁটার মত অস্বস্তিকর উপস্থিতি
জানান দেয় পলকের ব্যাবধানে কশেরুকা দিয়ে নামবে শীতল স্রোত
যদিও স্নায়ুতন্ত্রীতে মরচের গাঢ় পাঁশুটে রং
রোজ দিনের আলো গিলে ফেলে আবছায়া মেঘ
মিইয়ে যাওয়া দুপুর ওম খোঁজে
বিষণ্ন গোধূলির ঠোঁটে
ঘর পোড়া গরু একই ভুল বারবার করে-------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন