ভয়
=========================
তাপ্পিমারা সংসার । হাতে কাজ নেই , পেটে ভাত নেই , সবসময় কী হয় কী হয় ভয় । মাকড়সা জাল বুনে চলেছে কোণে কোণে , জালে আটকা পড়ছি ক্রমে ক্রমে । নিঃশ্বাস ফুরিয়ে যাওয়ার ভয় সর্বাঙ্গে । দরজায় কড়া নড়ে । পিঠ দেওয়াল থেকে সরাই । বাইরে বেরিয়ে দেখি বেলা ফুরুচ্ছে । শরীর - মন ভেঙে খানখান । ভয় উড়ছে বাউন্ডুলের মতো ।
অন্যদিকে এতো এতো আছে যাদের তাদেরও বড়ো ভয় - অসৎ ধনের পাহাড়ে পঙ্গপালহানার ভয় , ক্ষমতাচ্যুত হওয়ার ভয় , মরণের ভয় । জীবনে বোধহয় ভয়ই সম্বল । আছে - নাইয়ের এপিঠ - ওপিঠে ভয় নিয়ে তাই পাশা খেলে হিরণ্যমানব ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন