ভেজা বারুদ তাজা বারুদ
=====================
বারুদের গন্ধ নিয়ে আমাদের ভোর জাগে
বারুদ ভিজে গেছে
অথচ বারুদ তো জ্বলবার
যুক্তিও ভিজে আছে দুর্নীতির ঘোলাজলে
কিন্তু যৌবন তো জ্বলন্ত অঙ্গার
যে দেশ পারে অন্ধকারের জন্য জ্বলতে
কী আশ্চর্য সাদাকালো জ্বলে না এখানে
ভালবাসাগুলো শুকিয়ে শুকিয়ে মরে
ফুলদল ঝরে যায় তাপে উত্তাপে
জেগে জেগে আমরা ঘুমোই
আফিমের দেশে নির্বাকের কোলে
ভয় নিত্য তাড়া করে যুক্তিকে, বিশ্বাসকে
খেলা হয় প্রতিদিন
জীবনমৃত্যুর খেলা
বেঁচে থাকার লড়াই এ
কাজ চাই, ভাত চাই
ভাত কাজের খেলা শুরু হোক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন