অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় জয়তী

 

 

চতুর ডানা
===================




বর্তিকা লুফে নিলো আগুন


পশুরা জ্বলে জ্বলে- বেঁচে আছে আদিম কাঠ


শকুনের থাবায় লেগে চিতার গ্রাস -


মানুষের হাড়ে হাড়ে জ্বলছে ধাতবশালা


নিজেকে আত্মাহুতি দেয় জলজ কলমি


মানুষের গায়ে আঁশ - সুড়ঙ্গে গোপন সন্ধি


মনেমনে সম্রাট - অনধিকারের চার হাত পা গজায় -


আগুন চেনেনা যক্ষের জট - নিমেষেই পুড়ে খাক -


চতুর বন্ধন - সীমারেখা টানটান- ঘিরে রাখে আয়োজন


তবুও বাঁচে পতঙ্গ - জানলাটা খোলা থাক -

নাচছে বৃষ্টির ছাট - বিষধোঁয়া থেকে জীবন সোয়াস্তি পাক.






 

1 টি মন্তব্য: