মনসূত্র
================
মনসূত্র ভেঙেছে সময়।
আমাদের বিষণ্ণতা, ভয়
জেগে ওঠে রাত নেমে এলে।
বাহুবল কিংবা কৌশলে
ছড়িয়ে দিয়েছে ভেদাভেদ
আপামর মনের ভেতর।
আমাদের অতিপ্রিয় ঘর
পুড়ছে দ্বেষে, প্ররোচনায়।
সভ্যতার কলঙ্ক স্বরূপ,
মাথা নুয়ে যায় কী লজ্জায়!
================
মনসূত্র ভেঙেছে সময়।
আমাদের বিষণ্ণতা, ভয়
জেগে ওঠে রাত নেমে এলে।
বাহুবল কিংবা কৌশলে
ছড়িয়ে দিয়েছে ভেদাভেদ
আপামর মনের ভেতর।
আমাদের অতিপ্রিয় ঘর
পুড়ছে দ্বেষে, প্ররোচনায়।
সভ্যতার কলঙ্ক স্বরূপ,
মাথা নুয়ে যায় কী লজ্জায়!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন