অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় তপাশ্রী (তপা ব্যানার্জী )

  


ঢঙ্কা- নিনাদ্
=====================
 
শঙ্কাকে ঢঙ্কা দিয়ে করবো আমরা বিশ্ব জয় ।
জ্ঞান-গরিমা আছে যখন কেন এতো করো ভয়।
মানুষ যখন ভাবতে পারে করবে সেরা কর্ম কয় ।

এই পৃথিবী অনেক ব্যাধী নির্মূল করে ভাবনা নয় ।
আমরা যারা আতঙ্কিত সমাজ তাদের শক্তিক্ষয় ।
বিষ দিয়ে যে বিষক্ষয় উপমা জেনো অতীত সয়।
সমাজপতি দাঙ্গা করে নিরীহ মানুষ তার বলি হয় ।
এই জগতে শক্তি ছাড়া তোমার আমার মূল্য লয় ।
খাদ্য -বস্ত্র -আহার ছাড়া চাই না আর কিছু সয় ।
তবুও কেন হিংসা ছাড়া মিত্রতা করতে পিছু ভয় ।
সারা বিশ্বে এক শঙ্কায় করেছে বরণ মরণ সয় ।
নেই পথ্য শুধু শর্ত করে মৃত্যু শত বন্ধু শত্রু জয় ।
তবে আশা রাখি এই সনে হবে জয় যত মন কয় ।
স্কুল- কলেজে তালা বন্ধ শিক্ষা কেবল নেটময় ।
জ্ঞানী-গুণী গৃহবন্দী থাকবো কত আর মুঠো কয়।
ফন্দী করে দ্বন্দ্ব বাঁধে স্বার্থ নিয়ে সব করে নয়ছয় ।
হিসাব মেলে না তবু নির্বোধ কয় নিজ জয় জয় ।
আসল কথা শিক্ষা ছাড়া হবে না কোন শত্রুক্ষয় ।

ছোটবড় সবাই আমরা এগিয়ে এসো করবো জয়

"থাকবো না ঘরবন্দি"-এ যেন আমাদের ব্রত হয়।।

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন