অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

সোমবার, ১২ এপ্রিল, ২০২১

একটি কবিতায় পরাগ ভট্টাচার্য্য

 
পারমাণবিক
=====================


ভয় পায় ছোটো ছেলেটা
যখন ওকে কেউ বকে, মাকে জাপটে ধরে,
একটু বড় হয়ে স্কুলে গেলে
ভয় হয় যদি হোমওয়ার্ক না করে
যদি পরীক্ষায় ফল খারাপ হয়
মায়ের কাছে বলবে কোন মুখে!
এসব ভয়গুলো পেরিয়ে গিয়ে
সে যখন নিউক্লিয়াস হয়ে কেন্দ্রে
কয়েকটি ইলেকট্রনের বেষ্টনীতে একটি পরমাণু,
অপরিসীম পরিধি পথ নিয়ত পালটে পালটে
শুরু হয় প্রকৃত আবর্তন, এই বিশালতার মাঝে,
ভয়ের দেখা না পেলেও, অসম স্পন্দন অনুভূত হয়
বাড়ে কমে আশেপাশে পারদের উত্তাপের সাথে,
কখনও লাভা স্রোতে শুকিয়ে যায় জলধারা,
ভূমিকম্পের আগেই যেমন পিঁপড়েরা টের পায়
জলোচ্ছ্বাসের আগেই যেমন জলজের ছটফট,
সে বুঝে যায় সমাজের গিনিপিগ তার পরিচয়
ভয়ের সঞ্চার কোনো প্রাকৃতিক কারনে নয়
যার উৎস মানুষের অমানবিকতা!
যেটা হয়েছে, হয়ে চলেছে, আর হবেও
যতদিন ক্ষমতা দখলের চিন্তা হবে মগজের ঘুণ
তাই ভয় গুলো সাথে নিয়েই বাঁচতে বাধ্য হয়
কারুর সত্যি হয়ে, বালির ঝড় উঠে পোখরানে,
নয়তো সিঁড়িতে উঠানামার মতো কেটে যায়
অনেক ভয়ের কারণে মরে গিয়েও বেঁচে থাকে আইসিইউতে একটা ভয়ার্ত মন।

 

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন